ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে ট্রাক্টরের ধাক্কায় তপন বিশ্বাস (৪২) নামে ভারতীয় এক নাগরিক নিহত হয়েছেন। 

শনিবার (২১ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার রাত ১০টার দিকে দুর্ঘটনায় আহত হন তিনি।

 

তপন বিশ্বাস ভারতের উত্তর চব্বিশপরগোনা জেলার ঘোলা থানার গুববেড়িয়া গ্রামের মৃত অমর বিশ্বাসের ছেলে।

নিহতের নিকট আত্মীয় রামচন্দ্র দাস বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে তারা ব্যবসায়ীক কাজে ভারতের জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশের দর্শনায় আসেন। রাতে তপন বিশ্বাস দর্শনা বাসস্ট্যান্ডে চা পান করছিলেন। এসময় আখ বোঝাই একটি ট্রাক্টর তপন বিশ্বাসকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। রাতেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।