ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে বাসচাপায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
শরীয়তপুরে বাসচাপায় এক ব্যক্তি নিহত

শরীয়তপুর: শরীয়তপুরে সদর উপজেলার বালার বাজারে বাসচাপায় অশোক (৬০) নামে এক এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। অশোক ওই উপজেলার রদ্রকর গ্রামের বাসিন্দা ও পেশায় তিনি একজন জেলে ছিলেন বলে জানা গেছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, বালার বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন অশোক। এসময় গোসাইরহাট থেকে শরীয়তপুর জেলা শহরের উদ্দেশে আসা একটি আয়শা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।