ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

দোহারে গৃহবধূর মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
দোহারে গৃহবধূর মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহারে সেলিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা গ্রামে শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেলিনা ওই গ্রামের মেহেদীর স্ত্রী বলে জানা গেছে।



দোহার থানাধীন মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে বাহ্রা গ্রামে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ সেলিনার মরদেহ উদ্ধার কর। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বশুর বাড়ির লোকজনই সেলিনাকে হত্যা করেছে বলে নিহতের স্বজনদের দাবি। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এদিকে ঘটনার পর থেকে সেলিনার স্বামী পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেলিনার স্বামীই এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।