ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
হোসেনপুরে বাসে আগুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পার্কিং অবস্থায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, উপজেলার হারেঞ্জা গ্রামের মো. জুবায়ের মিয়ার একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪৬৬৭৪) মেরামত ও নতুন করে রং লাগানোর জন্য ওই স্থানে রাখা ছিল।

সকালে সবার অজান্তে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে বাসের ভেতরের সিটসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ জাকির হোসেন বাংলানিউজকে জানান, এ বিষয়ে বাস মালিকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।