ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম হবে বিশ্বমানের আধুনিক নগর: আ জ ম নাছির 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
চট্টগ্রাম হবে বিশ্বমানের আধুনিক নগর: আ জ ম নাছির 

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগর উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম নগর হবে একটি বিশ্বমানের নান্দনিক ও আধুনিক শহর। 

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র নাছির এসব কথা বলেন।  

তিনি বলেন, আমরা যেভাবে এগিয়ে চলছি, প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে নগীরর বর্তমান অবস্থার পুরোপুরি পরিবর্তন আসবে।

জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে একটি প্রকল্প চলমান রয়েছে, যা বাস্তবায়ন করছে সেনাবাহিনী। আমরা ৬৫ ফুট প্রশ্বস্ত একটি খাল করছি।  

‘একটি আধুনিক নগরীর নাগরিকদের যেসব সুবিধা প্রয়োজন, আমরা সুদূর প্রসারী চিন্তা নিয়ে কাজ করছি। এসব প্রকল্প বাস্তবায়ন হলে একটি আধুনিক নগর হবে চট্টগ্রাম। ’ 

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, বন্দর নগরীকে কিভাবে নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত করা যায়, আমরা সেভাবেই কাজ করছি। এই শহরকে বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলতে কাজ করছি। তবে এটা তো রাতারাতি সম্ভব নয়। আমরা প্রকল্প জমা দিয়েছি, এসব প্রকল্প পাস হলে আরো পরিবর্তন আসবে।  

আলোচনার এক পর্যায়ে বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার বলেন,  অসহায় মানুষের কল্যাণে মেয়র নানা উদ্যোগ নিয়েছেন। এটা বেশ প্রশংসনীয়ও বটে।  

পড়ুন>>নগর উন্নয়নে সব সংস্থার সমন্বয় জরুরি: মেয়র নাছির 
      >> অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে চট্টগ্রামের মেয়র: নঈম নিজাম 
      >>চট্টগ্রাম শহরকে নান্দনিক করতে কাজ করছি: মেয়র নাছির
প্রত্যুত্তরে নগরবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নের কথা তুলে ধরে মেয়র বলেন, মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে ‘মেয়র হেলথ কার্ড প্রকল্প’ নিয়েছি। ৪১ হাজার পরিবার এ প্রকল্পের অধীনে সবধরনের চিকিৎসা সেবা পাবে। আগামী বছরের শুরুতে এ প্রকল্প বাস্তবায়ন হবে। এটা হলে অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে। কোনো সিটি করপোরেশন এ রকম উদ্যোগ এখনও নিতে পারেনি।                

এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, আমরা জানি আপনি প্রত্যাশার জায়গা থেকে কাজ করছেন। মানুষ যাতে সরাসরি মেয়রের কাছে গিয়ে তাদের কথা বলতে পারে- সে বিষয়ে উদ্যোগ আশা করছি।  

মেয়র নাছির বলেন, আমি চেষ্টা করছি সরাসরি জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার। দিন-রাতেও কাজ করি, ফাইলে সাইন করি, কোনো ফাইল আটকে থাকে না। চট্টগ্রামকে একটা ক্লিন এবং গ্রিন ও নিরাপদ-বাসযোগ্য একটি শহর করতে কাজ করছি। অ্যাপস ও হটলাইনও চালু করেছি। মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করতে কাজ করছি।  

এর আগে সংলাপের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, বাংলানিউজের হেড অব নিউজ আহমেদ জুয়েল, স্পেশাল করেসপন্ডেন্ট তপন চক্রবর্তী, চিফ অব করেসপন্ডেন্টস তৌহিদুর রহমান, নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা নিয়াজ মোরশেদ এলিট প্রমুখ উপস্থিত ছিলেন।    

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯/আপডেট: ১৯০২ ঘণ্টা
টিএম/এসএইচএস/এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।