ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

৯.৫ ডিগ্রিতে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
৯.৫ ডিগ্রিতে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন আরও বাড়ছে। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পৌষ মাসের শুরু থেকেই দেশের উত্তরের প্রান্তিক ও সীমান্ত জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ, শীত ও কুয়াশার দাপট বেড়েই চলেছে। সেই সঙ্গে তাপমাত্রা ওঠানামার খেলার মধ্যে আবারও ৯ দশমিক ৫ ডিগ্রিতে নেমে গেছে। পৌষ মাস যেন সঙ্গে করে নিয়ে এসেছে শীত।

গত সাত দিন ধরে সূর্যের লুকোচুরির পাশাপাশি হাড় কাঁপানো শীতে বিপদে পড়েছে এ জেলার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, শহরের পাশাপাশি জেলার আশপাশের এলাকাগুলোতে দিনশেষে সন্ধ্যার পরপরই পুরোদমে নামছে শীত ও ঘন কুয়াশা।

খড়কুটো জ্বালিয়ে অনেককে বাড়ির পাশেই বিভিন্ন স্থানে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। সকাল ও বিকেলের পর বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। শহরেও মানুষের চলাচল অনেকটাই কমে গেছে। তবে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বেকায়দায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘন কুয়াশা আর উত্তর দিক থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা দিন দিন আরও বাড়ছে।

তিনি বলেন, রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২১ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি। তবে শনিবার দিনগত রাতে তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রিতে ছিল।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।