ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপনগরে দেড় হাজার অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করছে গৃহায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
রূপনগরে দেড় হাজার অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করছে গৃহায়ন

ঢাকা: রাজধানীর রূপনগরের দুয়ারিপাড়ায় সরকারি জমি দখল করে স্থাপিত অবৈধ ঘরবাড়ি উচ্ছেদে অভিযান চালাচ্ছে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষ।

রোববার (২২ ডিসেম্বর) সকাল থেকে দুয়ারিপাড়ার ফজিলাতুন্নেসা আবাসিকের ৪৭৪টি প্লট খালি করতে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান চলছে।

অভিযানে অংশ নেওয়া হারুন বাবু নামে এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ৪৭৪টি প্লটের মধ্যে অবৈধভাবে স্থাপিত প্রায় দেড় হাজার ঘরবাড়ি উচ্ছেদ করা হবে। এখানে অবৈধভাবে প্রায় ৪০ হাজার বাসিন্দা বসবাস করে আসছিলেন।

অভিযানের শুরুতে স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। পরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উচ্ছেদ শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত আমরা প্রায় ৪০ শতাংশ উচ্ছেদ সম্পন্ন করেছি।

জানা গেছে, আলী হোসেন মোল্লা নামে স্থানীয় এক ব্যক্তি মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি জমি বিভিন্নজনের কাছে বিক্রি বা ভাড়া দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।