ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

স্যার আবেদকে বিদায় জানাতে বনানী কবরস্থানে ড. কামাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
স্যার আবেদকে বিদায় জানাতে বনানী কবরস্থানে ড. কামাল

ঢাকা: রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে শেষ বিদায় জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে কবরস্থানে যান তিনি। এ সময় কবরস্থানের ভেতরে ভারাক্রান্ত মনে বসে ছিলেন ড. কামাল হোসেন।

তবে তিনি গণমাধ্যমে কোনো কথা বলেননি।  

বনানী কবরস্থান মসজিদে জোহরের নামাজ অাদায় করেন ড. কামাল হোসেন। এদিকে আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা ও জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে স্যার ফজলে হাসান আবেদকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।  

এর আগে গত ২০ ডিসেম্বর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক মেয়ে, এক ছেলে, তিন নাতি-নাতনিসহ বিশ্বজুড়ে অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
টিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।