ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত এক, আহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত এক, আহত এক চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত এক, আহত এক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় মাসুদ রানা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহত ব্যক্তি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকার গুধু বিশ্বাসের ছেলে। 

রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার মহাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র ও সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, মহাডাঙ্গা এলাকার একটি রেলক্রসিংয়ে মোটরসাইকেলযোগে রেল লাইন পার হচ্ছিলেন মহাডাঙ্গার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (৩৫)।

এসময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি শাটল তাকে ধাক্কা দেওয়ার আগ মুহুর্তে মাসুদ রানা তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুজনই ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। মোশারফ হোসেনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি আরও জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।