ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
মেহেরপুরে গাঁজাসহ আটক ২ মেহেরপুরে গাঁজাসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ

মেহেরপুর: মেহেরপুরে গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন, জেলার গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের পোড়াপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে বাসার ইসলাম (৩৫) ও মৃত হাবিবুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (৩২)।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার আলমপুর বাজার এলাকা থেকে এদের দুজনকে আটক করেন।

ডিবি পুলিশের ওসি কেএম রবিউল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গাঁজা বিক্রির উদ্দেশে দুজন মাদক কারবারী আলমপুর বাজারে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইশগ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক দ্রব্য নিয়স্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।