ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বাগেরহাট: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বাদল খান (৩৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বাদল খান যশোর জেলার বসুনদিয়ায় এলাকার বাসিন্দা।  

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোংলা থেকে যশোরগামী একটি ট্রাক খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি নামক স্থানে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকচালক বাদল খান ঘটনাস্থলেই মারা যান এবং হেলপার লিমন মীর গুরুতর আহত হন। আহত লিমন মীরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।

বাগেরহাট সদর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বাংলানিউজকে জানান, মোংলা থেকে যশোরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয় এবং তার সহকারীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।