ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

কয়রায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
কয়রায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

খুলনা: খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতের তীব্রতা বাড়ায় গ্রামাঞ্চলের অস্বচ্ছল, দুস্থ ও শীতার্তদের সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’।
 
সংগঠনের কার্যালয়ের সামনে শতাধিক অস্বচ্ছল, দুস্থ ও শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেন সংগঠনের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবু সাঈদ খান।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুস সালাম খান, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি মো. আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য জিনারুল ইসলাম, মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, আতিয়ার রহমান, অসীম মন্ডল, সঞ্জয় মন্ডল, শাহিনুর, তাজমুল, আবু রায়হান খান, সোহেল, রিয়াজ,  হাসিবুল বাপ্পি, আসাদুল, মিরাজুল, সাকাত, বারিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।