ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

সুনামগঞ্জ: সারা দেশের ন্যায় সুনামগঞ্জে নদী, খাল, ছড়া, হাওরসহ অন্যান্য জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার বড়পাড়া এলাকার নয়টি অবৈধ স্থপনা উচ্ছেদের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসনে দেওয়া তথ্যনুযায়ী সুনামগঞ্জের প্রাথমিক তালিকায় ২৪৮টি নদী ও খাল তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে জানা যায়।

এরমধ্যে- সুনামগঞ্জ সদর উপজেলায় ২৬টি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪০টি, ছাকত উপজেলায় ১৩টি, জামালগঞ্জ উপজেলায় ২৫টি, ধর্মপাশা উপজেলায় ৩০টি, জগন্নাথপুর উপজেলায় ৬০টি এবং তাহিরপুর উপজেলায় ৬৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে।

এদিকে প্রথমদিন সুনামগঞ্জ সদর উপজেলার নয়টি অবৈধ স্থাপনার মধ্যে দুইটি নদী তীরবর্তী বসতঘর হওয়ায় তাদের কয়েকদিনের সময় দিয়েছেন জেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ, মোকলেছুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।