ঢাকা, বুধবার, ১৭ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি থেকে ভিমরুলী বাজার পর্যন্ত চার কিলোমিটার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মো. জোরহ আলীর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।  

এসময় খালের দুই পাশে অবৈধভাবে গড়ে তোলা ১৫টি বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়।

 

এর আগে, পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দেয়। এরপরও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়।  

উচ্ছেদ অভিযান চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম, এনডিসি আহমেদ হাসান উপস্থিত ছিলেন।

ছোট নদী, খাল ও জলাশয়ে পানি প্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।