ঢাকা, বুধবার, ১৭ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

তুরাগ তী‌রে অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
তুরাগ তী‌রে অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ উ‌চ্ছেদ অ‌ভিযান। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের টঙ্গী‌তে তুরাগ তী‌রে অ‌বৈধ দোকানপাট ও এক‌টি প্যা‌কে‌জিং কারখানার অংশ বি‌শেষ গুঁ‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থে‌কে ভ্রাম্যমাণ আদালত উ‌চ্ছেদ কার্যক্রম শুরু ক‌রেন। এর নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সা‌র্কেলের সহকারী ক‌মিশনার (ভূ‌মি) এ‌ কে এম গোলাম মো‌র্শেদ খান।

এ সময় বাংলা‌দেশ পা‌নি উন্নয়ন বো‌র্ডের উপ বিভাগীয় প্র‌কৌশলী মো. সাজ্জাদ হো‌সেন, উপ-সহকারী প্র‌কৌশলী মো. হুমায়ূন ক‌বির, মো. মোস্তা‌ফিজুর রহমান, কার্য সহকারী সুদর্শন দাস, টঙ্গী পৌর সহকারী কর্মকর্তা (ভূ‌মি) মো. রুমন, পু‌লিশ ও আনসার সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

বাংলা‌দেশ পা‌নি উন্নয়ন বো‌র্ডের উপ বিভাগীয় প্র‌কৌশলী মো. সাজ্জাদ হো‌সেন জানান, ৬৪ জেলায় নদ-নদী, খাল, ছড়াসহ অন্যান্য সরকারি জলাধার তীরবর্তী অ‌বৈধ স্থাপনা/দখলদার‌দের তা‌লিকা অনুযায়ী উ‌চ্ছেদ কার্যক্রমের অংশ হি‌সে‌বে এ অভিযান প‌রিচালনা করা হয়। এসময় টঙ্গী বাজার (নদী বন্দর) এলাকায় তুরাগ পা‌ড়ে অ‌বৈধভা‌বে গ‌ড়ে উঠা শতা‌ধিক দোকানপাট উ‌চ্ছেদ করা হ‌য়ে‌ছে।

টঙ্গী রাজস্ব সা‌র্কেলের সহকারী ক‌মিশনার (ভূ‌মি) এ‌ কে এম গোলাম মো‌র্শেদ খান জানান, টঙ্গীর পাগাড় এলাকায় তুরাগ ন‌দের তী‌রে অ‌বৈধভা‌বে ‌দি মা‌র্চেন্টস লি‌মি‌টেড না‌মে এক‌টি প্যা‌কে‌জিং কারখানা কর্তৃপক্ষ স্থাপনা নির্মাণ ক‌রে। গত এ‌প্রিল মা‌সে ওই অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ করা হ‌লের তারা পুনরায় তুরাগ ন‌দের সীমানায় কারখানার শেড নির্মাণ ও কাটা তা‌রের বেড়া ‌দি‌য়ে দখল ক‌রে রা‌খে। ‌প‌রে সোমবার দুপু‌রে ওই শেড ও কাটা তা‌রের বেড়া উ‌চ্ছেদ ক‌রে কারখানা কর্তৃপক্ষ‌কে দুই লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। পা‌নি সম্পদ মন্ত্রণাল‌য়ের নি‌র্দে‌শে সারাদে‌শে সোমবার থে‌কে এ ধর‌নের উ‌চ্ছেদ অ‌ভিযান শুরু হ‌য়ে‌ছে। অ‌বৈধ দখলদার উ‌চ্ছেদ অ‌ভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।