ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে নদী তীরবর্তী ৭ ইটভাটা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
শিবগঞ্জে নদী তীরবর্তী ৭ ইটভাটা উচ্ছেদ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ি এলাকার পাগলা নদী তীরে অবধৈভাবে গড়ে ওঠা সাতটি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের সহায়তায় পানি উন্নয়ন র্বোড (পাউবো)। 

সোমবার ( ২৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এ অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদপ্তরের একটি দল, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা।  

চল্লিশ একর সরকারি খাস জমির উপর এ সব অবৈধ ইটভাটা থাকায় একদিকে ভাটা সংলগ্ন আম বাগানগুলোর আম ক্ষতিগ্রস্ত অন্যদিকে পাগলা নদী খনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছিল।

সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় অবধৈভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা সম্পূর্ণরূপে এবং নদী তীর আংশিক দখলে রাখায় চারটি ইটভাটাতে আংশিক উচ্ছেদ অভিযান চালানো হয়।  

চিমনিসহ সম্পূর্ণ উচ্ছেদকৃত ইটভাটাগুলো হলো- মেসার্স সাথী ব্রিকস, মেসার্স বিশ্বাস ব্রিকস ও মেসার্স বিসমিল্লাহ ব্রিকস। এছাড়াও আংশিক উচ্ছেদকৃত ইটভাটাগুলো হলো মেসার্স হ্যাপি অ্যান্ড সাদিয়া ব্রিকস, মেসার্স হ্যাপি অ্যান্ড সাদিয়া ব্রিকস-২, মেসার্স খান ব্রিকস, মেসার্স বিশ্বাস ব্রিকস-২।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসরুবা ফেরদৌস জানান, ১৩৬৩ দাগটি নদীর জমি। এ জমিতে অবস্থিত তিনটি ইটভাটা সম্পূর্ণরূপে এবং এ দাগের জমি দখলে রাখার অভিযোগে চারটি ইটভাটার স্থাপনা অপসারণ করা হয়েছে।

অন্যদিকে পরিবেশ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের পরিদর্শক  মো. আজহারুল ইসলাম জানান, উচ্ছেদকৃত এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের অনুমতি হালনাগাদ না থাকাসহ ভাটা সংলগ্ন বাগানগুলোর আম কালো, তেতো হয়ে যাওয়ায় বাগান মালিকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করতে সহায়তা করছে পরিবেশ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।