ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

ঢাকা: রাজধানীর নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাখালপাড়া বড় মসজিদ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুইজন হলেন- তাসলিমা (৩৮) ও নাদিম (২৮)। তারা নাখালপাড়ায় বসবাস করেন।

তাদের দুইজনের মধ্যে কোনো সম্পর্ক নেই।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, কমলাপুর) রকিব-উল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে নাখালপাড়া বড় মসজিদ সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন তাসলিমা ও নাদিম। এসময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া তিতাস একপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।