ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

গুলশান নিকেতনের একটি বাসায় রাজমিস্ত্রীর কাজ করার সময় নিচে পড়ে আলআমিন (১৮) নামে এক নির্মাণ শ্রমিক ও মহাখালীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী হজরত আলী বাংলানিউজকে জানান, আলআমিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগরে। তার বাবার নাম মৃত আব্দুল রশিদ। গুলশান নিকেতনের ছয় নম্বর রোডের একটি নির্মাণাধীন ১০তলা ভবনে থেকে কাজ করেন তারা। সকালে ওই ভবনে কাজ করার সময় নিচে পড়ে যায় আল আমিন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে পথচারী মারুফ হোসেন বাংলানিউজকে জানান, মহাখালী টিবি হাসপাতালের সামনের রাস্তায় হেঁটে যাচ্ছিলেন অজ্ঞাতপরিচয় এক নারী। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইনপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।