ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশকে এগিয়ে নিতে সব বাধা অপসারণ করা হবে: র‍্যাব ডিজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
দেশকে এগিয়ে নিতে সব বাধা অপসারণ করা হবে: র‍্যাব ডিজি

পটুয়াখালী: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব বাধা এক-এক করে অপসারণ করা হবে। কখনোই উন্নয়নকে বাধাগ্রস্ত করে এরকম কাজ হতে দেওয়া হবে না। সমাজ থেকে সব ধরনের অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে জন সমর্থন দরকার।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে বিচ ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় ম্যারাথনে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন তিনি।



‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানে দৌড়াও বাংলাদেশ’ শিরোনামে ১০ কিলোমিটার ব্যাপী এ বিচ ম্যারাথনের আয়োজন করে র‍্যাব-০৮।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ কল্যাণ সমিতির সহ-সভাপতি জিশান মির্জা, র‌্যাব-৮ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

র‌্যাব সূত্র জানায়, ২০১৮ সালের ৩ মে থেকে র‌্যাব ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’-স্লোগানে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধে ১৩০ জন মাদকবিক্রেতা নিহত হয়।

গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে ৩২ হাজার ৭৪৬ জন মাদকবিক্রেতা। উদ্ধার হয়েছে হেরোইন ৬৫ কেজি, ইয়াবা ১ কোটি ৪০ লাখ ৯৪ হাজার পিস, ফেনসিডিল ২ লাখ ৪১ হাজারের বেশি, বিদেশি মদ ১৫ হাজার ৫১০ বোতল ও ২ কোটি ২৩ লাখ ৬৫ হাজার লিটার দেশি মদ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।