ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুয়াশায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
কুয়াশায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ফাইল ফটো

সিরাজগঞ্জ: ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। হেডলাইট জ্বালিয়েও চোখে পড়ছে না ১০ গজ দূরের বস্তু। একারণে সব যানবাহন লাইন ধরে মন্থর গতিতে চলাচল করছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার পর থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক পুরোপুরি ঘন কুয়াশায় ঢেকে যায়।  এরপর থেকেই যান চলাচলে নেমে আসে ধীরগতি।

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুম বাংলানিউজকে বলেন, কুয়াশার কারণে কিছু চোখে পড়ছে না। ফলে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। ১০-১২টি গাড়ি এক লাইনে মাত্র ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে চলাচল করছে।  

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।