ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘টেলিভিশন পরিচালনায় অভিজ্ঞদের আবেদনই বিবেচনা করা হবে’

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
‘টেলিভিশন পরিচালনায় অভিজ্ঞদের আবেদনই বিবেচনা করা হবে’

সাভার (ঢাকা): তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, শতাধিক চ্যানেলের আবেদন মন্ত্রণালয়ে জমা পড়েছে। এক্ষেত্রে যাদের টেলিভিশন পরিচালনার অভিজ্ঞতা, দক্ষতা ও যোগ্যতা রয়েছে কেবলমাত্র তাদের আবেদনগুলোই বিবেচনা করা হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি মডেল স্কুলের তিন দশক পূর্তি ও পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের পরিচালনাগত অজ্ঞতার কারণে সাংবাদিকসহ কলাকুশলীরা বেকার ও চাকুরিচ্যুত হচ্ছেন।

তাদের পরিচালনাগত অদক্ষতার কারণেই বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে অস্থিরতা বিরাজ করছে।

তিনি আরো বলেন, টেলিভিশন চালাতে দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা জরুরি। না জেনে, না বুঝে চ্যানেল পরিচালনা করতে গেলে চ্যানেলের পরিণতি এমনই হবে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সারাদেশে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ে প্রচুর শীতবস্ত্র ও শুকনো খাবার রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।