ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় অমিত শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ-সিলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

 

অমিত একই এলাকার কুদ্দুস শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন অমিত। পথে রঘুনাথপুর এলাকায় চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন তিনি। সেময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনগত রাতেই অমিতকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।  
    
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।