ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে ফেনসিডিলসহ আটক ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
সাভারে ফেনসিডিলসহ আটক ২

সাভার (ঢাকা): সাভারে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সাভারের বাসস্ট্যান্ড সংলগ্ন ইউসুফ টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভাটাপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সেলিম (২৭) ও একই থানার নাজিরপুর গ্রামের মোজাফফরের ছেলে রাব্বানী (২৪)।

র‌্যাব-৪ এর উপ-পরিচালক মেজর শিবলী মোস্তফা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাভার বাসস্ট্যান্ডে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি করা হয়। এসময় এক হাজার ৫০০ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ও কাভার্ড ভ্যানসহ জব্দসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।