ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজাকারের তালিকা প্রকাশ করা ভুল হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
রাজাকারের তালিকা প্রকাশ করা ভুল হয়েছে

নওগাঁ: তড়িঘড়ি করে রাজাকারের তালিকা প্রকাশ করা ভুল হয়েছে, এজন্য আমি দুঃখ প্রকাশ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রক্ষিত তালিকা আর প্রকাশ করা হবে না। তবে ষড়যন্ত্রকারীদের হুংকারে এই তালিকা বন্ধ হয়ে যাবে না। রাজাকারের তালিকা অবশ্যই প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, কাজ করলে ভুল হতেই পারে।

তবে সামনে এই ভুল যাতে করে আর না হয় সেদিকে কঠোর নরজদারি রয়েছে। এবার রাজাকারের তালিকা করা হবে গ্রাম থেকে কমিটির মাধ্যমে। যাতে করে এই তালিকায় প্রকৃত রাজাকারদের নাম উঠে আসে।

নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল- রশিদ প্রমুখ।

এর আগে, সদর উপজেলা অডিটোরিয়ামে জেলার ১১টি উপজেলায় নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।