ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্যার ফজলে হাসান আবেদের কুলখানি শুক্রবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
স্যার ফজলে হাসান আবেদের কুলখানি শুক্রবার

ঢাকা: বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি হবে শুক্রবার (২৭ ডিসেম্বর)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) এ দিন বাদ আসর স্যার আবেদের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়ায় অংশ নেওয়ার জন্য স্যার আবেদের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

গত ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্যার ফজলে হাসান আবেদ।

২২ ডিসেম্বর রোববার আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপন ও জানাজার পর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।