ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী নজরুল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী নজরুল মেলা শুরু

চুয়াডাঙ্গা: প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম স্মরণে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী নজরুল মেলা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতিবিজড়িত আটচালা ঘর প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান ও নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেকুজ্জামান।

কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ ও কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের যৌথ আয়োজনে এবং নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

 

ফিতা কাটার আগে নজরুল স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। পরে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, নজরুল গবেষক এনামুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, কৃষিবিদ রফিক চৌধুরীসহ অন্যরা।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।