ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বিরল প্রজাতির শকুন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
সৈয়দপুরে বিরল প্রজাতির শকুন উদ্ধার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পল্লীতে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। পরে সুস্থতা ও নিরাপত্তার জন্য শকুনটি উপজেলা পরিষদে অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও সাময়িক পরিচর্যা কেন্দ্রে আনা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শকুনটি অসুস্থ অবস্থায় উপজেলার খাতামধুপুরের মাঝাপাড়া গ্রামে পড়ে যায়। এ অবস্থায় শকুনটি এলাকাবাসী উদ্ধার করে ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরীর কাছে নিয়ে যায়।

পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সৈয়দপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বাংলানিউজকে জানান, বর্তমানে শকুনটি পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। পরিচর্যার শেষে সুস্থ হলে পরবর্তীতে আকাশে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।