ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আতিকুলকে সমর্থন দিলেন হেলেনা জাহাঙ্গীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
আতিকুলকে সমর্থন দিলেন হেলেনা জাহাঙ্গীর

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে সমর্থন জানিয়েছেন ব্যবসায়ী ও এফবিসিসিআই’র পরিচালক হেলেনা জাহাঙ্গীর।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সমর্থন জানান তিনি।

হেলেনা জাহাঙ্গীর বলেন, আমি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে একজন মনোনয়নপ্রত্যাশী ছিলাম।

সে মোতাবেক গত ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করি। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান মেয়র আতিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দলীয় সিদ্ধান্ত মেনে আতিকুল ইসলামকে সমর্থন করছি।  

এসময় তিনি আতিকুল ইসলামকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯ 
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।