ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে ইউপি উপ-নির্বাচনে শ্বশুরকে হারালেন জামাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ফুলগাজীতে ইউপি উপ-নির্বাচনে শ্বশুরকে হারালেন জামাতা

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে শ্বশুর নুর আলম মজুমদারকে হারিয়ে জামাতা মির হোসেন ১১৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। মোরগ প্রতীক নিয়ে মির হোসেন পেয়েছেন ৫২৫ ভোট। তালা প্রতীক নিয়ে নুর আলম মজুমদার পেয়েছেন ৪১০ ভোট।

সোমবার (৩০ডিসেম্বর) উপজেলার আমজাদ হাট ইউনিয়নের খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ৬ নম্বর ওয়ার্ড সদস্যপদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।

এ সময় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের দীর্ঘ লাইন দেখা যায়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সদস্য পদে উপনির্বাচনে তালা প্রতীক নিয়ে নুর আলম মজুমদারের সঙ্গে তারই ভাইয়ের মেয়ের স্বামী মির হোসেন মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনে রিটানিং কর্মকর্তা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা হরি কমল মজুমদার জানান, নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে মির হোসেন মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলম মজুমদার পেয়েছেন ৪১০ ভোট। এতে মির হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এসএইচডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।