ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কটিয়াদীর মসূয়া ইউপিতে আবু বাক্কার সিদ্দিক জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
কটিয়াদীর মসূয়া ইউপিতে আবু বাক্কার সিদ্দিক জয়ী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৭নং মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আবু বাক্কার সিদ্দিক (আনারস) ৪ হাজার ৬ শত ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রহুল আমিন রেনু (নৌকা) পেয়েছেন ৪ হাজার ১ শত ৮৮ ভোট।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে মসূয়া ইউনিয়নের মোট ৯টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যরা হলেন-স্বতন্ত্র প্রার্থী এখলাসুজ্জামান (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম (মোটর সাইকেল) ও সিপিবি মনোনীত প্রার্থী আব্দুল কাদির (কাস্তে)।

২৯ আগস্ট মসূয়া ইউপির চেয়ারম্যান ইদ্রিছ আলী ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর শূন্য পদে ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ ঠিক রেখে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।