ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
বরিশালে অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

বরিশাল: অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির কারণে মানববন্ধন করেছেন বরিশালের এক কলেজের শিক্ষক ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জেলার গৌরনদী বাসস্ট্যান্ডের কাছে আল-আমিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, অনিয়ম ও দুর্নীতির কারণে চারমাস কলেজে অনুপস্থিত রয়েছেন অধ্যক্ষ।

এ কারণে কলেজ শিক্ষক ও কর্মচারীদের বেতনভাতা বন্ধ আছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের লেকচারার মোয়াজ্জেম সরদার, রাশিদা খানম, প্রদর্শক মাসুম বিল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।