ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
ফুলগাজীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি কারাগারে গ্রেফতার ধর্ষণ মামলার আসামি পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার আবু বক্কর সিদ্দিক ওরফে সোহাগকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে সোহাগকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ বলছে, সোহাগ ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশ জানায়, শনিবার (৪ জানুয়ারি) সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বিদ্যালয় যাওয়ার পথে সোহাগ ওই স্কুলছাত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে সোহাগ পলাতক ছিলেন। পরে স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেন। পরে ভোরে ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে সোহাগকে গ্রেফতার করা হয়।  

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক কুতুব উদ্দিন বাংলানিউজকে তিনি বলেন, দুপুরে সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোহাগ ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত মনির আহম্মদ ভুঞার ছেলে।  

আদালতের পুলিশ পরিদর্শক গোলাম জিলানী বাংলানিউজকে বলেন, আসামির ১৬৪ ধারা জবানবন্দির জন্য আবেদন করেছে ফুলগাজী থানা পুলিশ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুবজোতি পালের আদালতে আসামির ১৬৪ গ্রহণের কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।