ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
কটিয়াদীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাসের ধাক্কায় সারিকা (১১) নামে সিএনজিচালিত অটোরিকশার এক শিশু যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা একই পরিবারের আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। 

রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সারিকা কটিয়াদী উপজেলার মসূয়া এলাকার ওয়াসিম মিয়ার মেয়ে।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সারিকার বাবা ওয়াসিম অটোরিকশা চালিয়ে তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কিশোরগঞ্জ থেকে মসুয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ থেকে ভৈরবগামী শ্যামলছায়া পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শিশু সারিকা মারা যায়। এ সময় অটোরিকশার থাকা একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ ডিএম জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর বাস ও অটোরিকশা আটক করা হলেও বাসের চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।