ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
কাশিয়ানীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

ফাতেমা বেগম নড়াইলের লোহাগড়া উপজেলার আব্দুল শেখের স্ত্রী এবং কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের শেখপাড়ার আশরাফ শেখের শাশুড়ি।

তিনি ওই বাড়িতে বেড়াতে আসছিলেন বলে জানা গেছে।

গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, দুপুরে রাস্তা পার হচ্ছিলেন ফাতেমা বেগম। এসময় ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
  
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।