ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলাহাটে ৫ অস্ত্রসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
ভোলাহাটে ৫ অস্ত্রসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আবারও পাঁচটি অস্ত্রসহ সৈয়ব আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।

মো. সৈয়ব আলী জেলার গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে চারটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, আটটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলিসহ সৈয়বকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিন দিন আগেও একই উপজেলার বড়জামবাড়িয়া এলাকা থেকে অস্ত্রসহ দুই জনকে আটক করেছিল র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।