ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আলীকে অপসারণ!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আলীকে অপসারণ!

ঢাকা: শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অপসারণ করা হয়েছে।

রোববার (০৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগের আদেশে তাকে অপসারণ করা হয়।  

আদেশে বলা হয়, ২০১১ সালের ৫ অক্টোবর তাকে নিয়োগের আদেশ বাতিলক্রমে প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হলো।

রোববার থেকেই এই আদেশ কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এমআইএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।