ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আবদুর রহমান রতন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী কলেজছাত্র জোবায়ের ইসলাম হাসিব।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের হাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের হাজিরপাড়া এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি পথচারী রতনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় সিএনজিচালিত একটি অটোরিকশা ওই মোটরসাইকেলটিকেও ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হাসিব গুরুতর আহত হয়।  

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।