ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শীতের তীব্রতায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক ব্যবসায়ীদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
শীতের তীব্রতায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক ব্যবসায়ীদের .

বান্দরবান: গেল কয়েকদিনের বৃষ্টিতে শীত বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে বান্দরবানের লেপ-তোষক ব্যবসায়ীদের। বিভিন্ন হাট-বাজারের লেপ-তোষক তৈরির কারিগর ও ব্যবসায়ীরা ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছেন।

সরেজমিনে দেখা গেছে, বান্দরবান সদর উপজেলার বালাঘাটার শাহজালাল বেডিং অ্যান্ড মেট্রোস এ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ক্রেতারা লেপ-তোষকের অর্ডার দিচ্ছেন। পছন্দমতো কাপড়, তুলা দিয়ে দোকানদরা নিপুণ হাতে তৈরি করে আবার সরবরাহ করছেন ক্রেতার কাছে।

শাহজালাল বেডিং অ্যান্ড মেট্রোস এর স্বত্ত্বাধিকারী মো. শাহজালাল বাংলানিউজকে বলেন, বর্তমানে পার্বত্য জেলায় শীত বেশি পড়ায় ব্যবসা ভাল হচ্ছে। এবার ব্যবসা বেশ জমেছে, কেননা এমনিতে পার্বত্য জেলা বান্দরবানে প্রচুর শীত তার উপরে বৃষ্টি আর তাই গ্রাহকদের কাছে লেপ তোষকের ছাহিদা বেড়েছে কয়েকগুন।

শাহজালাল আরও বলেন, শীত মৌসুমেই আমাদের ব্যবসা ভাল হয়। আমরা এবার লেপ, তোষক, মেট্রোস বেশি বিক্রি করছি। এখন আমরা শুধু জেলা সদরে নয়, জেলার বাইরে রুমা, লামা, রোয়াংছড়িসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় লেপ, তোষক, মেট্রোস সরবরাহ করছি।  
.লেপ বিক্রি হচ্ছে ৯শ থেকে ১৮০০ টাকা, তোষক ৮শ থেকে ৩ হাজার টাকা, মেট্রোস ৪ হাজার থেকে ৫ হাজার পর্যন্ত বিক্রি করছি।

তিনি বলেন, আমরা সাধারণত পাইকারি ব্যবসা করি। আমাদের দোকান থেকে মালামাল কিনে নিয়ে খুচরা ব্যবসায়ীরাও বেশ ভাল লাভ করছেন।

এ ব্যাপারে কথা হয় বান্দরবান বাজারের ব্যবসায়ী কামালের সঙ্গে। তিনি বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপ বাড়ছে। আমাদের দোকানে নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত বেশ কাজের চাপ থাকে। এ সময়টা ক্রেতারা লেপ-তোষকের অর্ডার দেন আর আমরা যত্ন সহকারে তা সরবরাহ করে থাকি।  

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।