ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বাধীন দেশে আর কত?

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
স্বাধীন দেশে আর কত?

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি- এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়।

সোমবার (০৬ জানুয়ারি) সকাল থেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ, ছাত্রদল ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

শাস্তির দাবিতে অবস্থান শিক্ষার্থীদের।                     <div class=

ছবি: ডিএইচ বাদল" src="https://www.banglanews24.com/media/imgAll/2019December/bg/DU120200106152618.jpg" style="width:100%" />

বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ। সেখানে কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও ডাকসুতে ছাত্রলীগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিচ্ছিন্নভাবে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।  ছবি: ডিএইচ বাদল

একই সময়ে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

ধর্ষণের প্রতিবাদ জানাতে সড়কে করা হয় পেইন্টিং।  ছবি: ডিএইচ বাদল

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে ডাকসু থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ করেছে ছাত্রদল।  ছবি: বাংলানিউজ

পরে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় বাম সংগঠনগুলো।

শাহবাগে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।  ছবি: ডিএইচ বাদল

ধর্ষণের এ ঘটনার প্রতিবাদে অনশনে বসেছেন মো. সিফাতুল ইসলাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্র।

অনশনে বসেছেন এক শিক্ষার্থী।  ছবি: বাংলানিউজ

এর আগে রোববার (০৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাস স্টপে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।  পরে ১০টার দিকে তার জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে অবিষ্কার করেন।   সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় নিজ গন্তব্যে পৌঁছালে রাত ১২টার পর তাকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।