ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতীয় জাহাজ সুজয়-নাইডু মোংলা বন্দরে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
ভারতীয় জাহাজ সুজয়-নাইডু মোংলা বন্দরে

ঢাকা: ভারতীয় কোস্টগার্ডের জাহাজ আইসিজিএস সুজয় ও আইসিজিএস সরোজিনী নাইডু সোমবার (০৬ জানুয়ারি) বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বিনিময়ের অংশ হিসেবে জাহাজ দুটি বাংলাদেশে এসেছে। 

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, আইসিজিএস সুজয় একটি ১০৫ মিটার সামুদ্রিক টহল জাহাজ, যা ২০১৭ সালের ২৭ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ডে যুক্ত হয়।  

এটি প্রাথমিকভাবে ভারতের সামুদ্রিক অঞ্চলের সার্বক্ষণিক আবহাওয়া পর্যবেক্ষণ এবং সমন্বিত হেলিকপ্টার পরিচালনা করতে সক্ষম।

আর আইসিজিএস সরোজিনী নাইডু একটি ৫০ মিটার দীর্ঘ টহল জাহাজ; যা ২০০২ সালের ১১ নভেম্বর যুক্ত হয় ভারতীয় কোস্টগার্ডে।  

এটি কোনো প্রথম জাহাজ যাতে ওয়াটারজেট প্রপালশন সিস্টেম রয়েছে। আইসিজিএস সরোজিনী নাইডু টহল, অনুসন্ধান ও উদ্ধার, চোরাচালান ও সন্ত্রাসবিরোধী অভিযান, জেলেদের সুরক্ষা এবং বিলুপ্তপ্রায় সামুদ্রিক প্রজাতির রক্ষার জন্য তৈরি করা হয়েছে।

আগামী তিনদিন দুই দেশের কোস্টগার্ডের কর্মীরা মতবিনিময় করার পাশাপাশি দূষণ প্রতিরোধের মতো পারস্পরিক আগ্রহের ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ গ্রহণ করবেন।  

এই মিথস্ক্রিয়া দুই দেশের বাহিনীর মধ্যে বৃহত্তর সমন্বয় বাড়াতে সহায়তা করবে এবং এর ফলে উভয় দেশের সামুদ্রিক সুরক্ষা বাড়বে।  

২০১৫ সালে দুই বাহিনীর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।