ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবার মৃত্যুর এক ঘণ্টা পর চলে গেলেন ছেলেও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
বাবার মৃত্যুর এক ঘণ্টা পর চলে গেলেন ছেলেও

সিরাজগঞ্জ: বৃদ্ধ বাবা জুলমত আলী শেখের (৮০) মৃত্যুর এক ঘন্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ছেলে আব্দুল খালেক (৬০)।

সোমবার (৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাবা-ছেলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

      

পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ সকালে বার্ধক্যজনিত কারণে জুলমত শেখ মারা যান। বাবার শোকে কাতর হয়ে পড়েন ছেলে আব্দুল খালেক। ঠিক এক ঘণ্টা পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।