ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনা ও কুড়িগ্রামে সোশ্যাল এইডারের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
পাবনা ও কুড়িগ্রামে সোশ্যাল এইডারের কম্বল বিতরণ

ঢাকা: পাবনা ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সংগঠন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

সোমবার (০৬ জানুয়ারি) এসব কম্বল বিতরণ করা হয়। প্রথম ধাপে পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা উত্তর পাড়ায় কম্বল বিতরণ করে সংগঠনটি।

দ্বিতীয় ধাপে কম্বল বিতরণ করে কুড়িগ্রামের উলিপুরে।

পাবনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন সংগঠনটির প্রচার সম্পাদক মানিক হোসেন রিপন। সার্বিক সহযোগিতা করে সংগঠনটির পাবনা জেলা কমিটি।

কুড়িগ্রামে সমন্বয়কের দায়িত্ব পালন করেন আশরাফুল সরকার। সার্বিক সহযোগিতা করে সোশ্যাল এইডার ডেভেলমেন্ট অর্গানাইজেশন কুড়িগ্রাম জেলা শাখার সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এমইউএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।