ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার লাগালেন ফেনীর ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার লাগালেন ফেনীর ডিসি

ফেনী: মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে ফেনী শহরের কলেজ রোড এলাকায় গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উদ্যোগে এ স্টিকার লাগানো হয়।

গণপরিবহনে স্টিকার লাগানোর এ কর্মসূচিতে অংশ নেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজজামানসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান প্রমুখ।

এর আগে, বেলা ১১টায় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে ফেনী সরকারি কলেজ অডিটরিয়ামে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুজজামান।

কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনীর সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ।

সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসএইচডি/এমইউএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।