ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিভেদ ভুলে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান: পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
বিভেদ ভুলে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান: পরিকল্পনামন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জীবনে যে পরিবর্তন এনেছেন, এগুলো বলে শেষ করা যাবে না। সবার কাছে আবেদন রাখবো, যারা প্রকৃত বাঙালি, যারা বাংলাদেশকে ভালোবাসেন, আসুন সবাই প্রধানমন্ত্রীর হাতে হাত মেলাই।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বাণিজ্যমেলায় ‘শতবর্ষে বঙ্গবন্ধু ২০২০’ নামের একটি স্টল উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। এরপর তিনি বঙ্গবন্ধু প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, বঙ্গবন্ধু প্যাভিলিয়নে তার স্মৃতিবিজড়িত ছবি আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস এখান থেকে জানা যাবে।
 
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা যারা বাঙালি বলে গর্ববোধ করি, নিজেকে ছোট মনে করি না, তাদের সবার কাছে আবেদন রাখবো, বিভেদ ঐক্যভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাত মেলাই। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে আরও উন্নত, আরও শক্তিশালী, আরও সভ্য, আরও গণতান্ত্রিক, আরও সুশাসিত একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।
 
তিনি আরো বলেন, আমাদের দেশের জনগণ বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন বলেই আজ স্বাধীনতা ভোগ করছি। তেমনিভাবে অর্থনৈতিক মুক্তি ও দারিদ্র্য নিরসনে তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রীকে আমাদের সহযোগিতা করতে হবে। এটা করতে পারলে ২০৪১ সালে পরিপূর্ণ উন্নত রাষ্ট্রে যেতে পরবো বলে আমরা আশা করি।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের প্রচুর কাজ করতে হবে। এই কাজে সরকারি-বেসরকারিসহ সবার দায়িত্ব পালন করতে হবে। সব নাগরিককে কাজ করতে হবে। এসব কাজ করতে আমাদের উৎসাহের প্রয়োজন আছে, নেতৃত্বের প্রয়োজন আছে। এসব গুণ বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।