ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে উৎসবে মাতবে সাতক্ষীরা, ব্যাপক প্রস্তুতি গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
মুজিববর্ষে উৎসবে মাতবে সাতক্ষীরা, ব্যাপক প্রস্তুতি গ্রহণ

সাতক্ষীরা: আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের ক্ষণগণনা। জাকজমকপূর্ণ আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

সভায় জানানো হয়, সাতক্ষীরায় মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে ১০ জানুয়ারি বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং, দুপুর আড়াইটায় ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সাত হাজার মানুষের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মুজিব র্যালি, দুপুর ০২টা ৪৫ মিনিটে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দুপুর ০২টা ৫০ মিনিটে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সমবেত কণ্ঠে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, এরপর বিজয়ফুল প্রদর্শনী, বিকেল ৩টা থেকে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধানমন্ত্রী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সব কর্মসূচি বড়পর্দায় সরাসরি সম্প্রচার, উদ্বোধনী অনুষ্ঠানের পর একইস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং কর্মের উপর আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে শহরের সাতটি গুরুত্বপূর্ণ স্থানে একই ডিজাইনে সুদৃশ্য মুজিব তোরণ নির্মাণ, সন্ধ্যায় পৌরদীঘির চতুর্দিকে প্রদীপ প্রজ্জ্বলন এবং পৌরদীঘির মাঝ বরাবর বঙ্গবন্ধুর ভাষণের প্রতিকৃতি লাইটিং-এর মাধ্যমে প্রদর্শন করা হবে।

সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, মুজিববর্ষে উৎসবে মাতবে সাতক্ষীরা। সাতক্ষীরাকে গড়ে তোলা হবে পরিষ্কার পরিচ্ছন্ন নান্দনিক জেলা হিসেবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে দেওয়া হবে প্রশিক্ষণ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি দল মত নির্বিশেষে সবার প্রতি মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেবসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।