ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগর থেকে জাটকাসহ ১৬ জেলে আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
বঙ্গোপসাগর থেকে জাটকাসহ ১৬ জেলে আটক

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনা থেকে বিপুল পরিমাণ জাটকা ও ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্টগার্ড ও মৎস্যবিভাগ কম্বিং অভিযান চালিয়ে তাদের আটক করে।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বাংলানিউজকে বলেন, অবৈধ জালের বিরুদ্ধে  কম্বিং অভিযান শুরু হয়।

অভিযানকালে বঙ্গোপসাগরের মোহনা থেকে পটুয়াখালীর মামুনের মালিকানা এফবি মায়ের দোয়া ট্রলার পাথরঘাটার দিকে আসার পথে আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে যাওয়া চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া করে ওই ট্রলারে থাকা ১৬ জেলেকে আটক করা হয়। ট্রলারে প্রায় সাত মণ জাটকা, ৪টি বেহুন্দি ৮টি চিংড়ি জাল জব্দ করা হয়। আটকদের বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে বলে জানা গেছে।

মৎস্য কমর্কর্তা জয়ন্ত কুমার অপু বলেন, অবৈধ জালের বিরুদ্ধে কম্বিং অভিযান শুরু হয়েছে। আটকদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিদেশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।