ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৮ ইটভাটা ভাঙলো পরিবেশ অধিদপ্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
গাজীপুরে ৮ ইটভাটা ভাঙলো পরিবেশ অধিদপ্তর

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কারখানা বাজার এলাকায় অভিযান চালিয়ে আটটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এসময় ওইসব ইটভাটা মালিকদের ৫৯ লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে ৩৯ লাখ টাকা আদায় করা হয়েছে।

তাদের মধ্যে স্টার ব্রিকসকে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ভাটার মালিক গিয়াস উদ্দিনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকছুদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কারখানা বাজার এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় আটটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটাগুলোর মধ্যে একতা ব্রিকসকে (এবিসি) ৫ লাখ টাকা, মেসার্স রানা ব্রিকসকে ৬ লাখ টাকা, স্টার ব্রিকসকে ২০ লাখ টাকা, অনাদায়ে ভাটার মালিককে ২ মাসের কারাদণ্ড, আরসিআর ব্রিকসকে ৬ লাখ টাকা, সাব ব্রিকসকে (এসএবি) ৫ লাখ টাকা, ভাই ভাই ব্রিকসকে (বিবিবি) ৫ লাখ টাকা, চাঁদতারা ব্রিকসকে ৬ লাখ টাকা ও মদিনা ব্রিকস-২ কে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে গাজীপুর র‌্যাব-১ ও পুলিশ সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।