ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

কাপা‌সিয়ায় নিখোঁজ শিশুর মর‌দেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
কাপা‌সিয়ায় নিখোঁজ শিশুর মর‌দেহ উদ্ধার ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপ‌জেলার সিংহশ্রী নয়ানগর এলাকায় ব্রহ্মপুত্র ন‌দে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শিশু তিথি চন্দ্র ধরের (১০) মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়া‌রি) সকালে মর‌দেহ‌টি উদ্ধার করা হয়। তিথি ময়মনসিংহের পাগলা থানার পাতলা‌শি এলাকার মতি চন্দ্র ধরের মেয়ে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মন্দির থেকে ফেরার পথে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী নয়ানগর এলাকায় ব্রহ্মপুত্র নদে ইঞ্জিনচালিত নৌকা‌ ডু‌বির ঘটনা ঘ‌টে। এ সময় তিথি নি‌খোঁজ এবং ৩ জন আহত হয়। পরের দিন সোমবার (৬ জানুয়ারি) ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধার করা হয়। ত‌বে ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়‌নি। বুধবার সকালে এলাকাবাসী ব্রহ্মপুত্র নদে তিথির মর‌দেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পে‌য়ে মর‌দেহ‌টি উদ্ধার করা হয়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মর‌দেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম জানান, সকা‌লে মর‌দেহ‌টি উদ্ধা‌রের পর তার প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়া‌রি ০৮, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।