ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে কম্বোডিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
রোহিঙ্গাদের ফেরাতে কম্বোডিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ

ঢাকা: রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কম্বোডিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী প্রাক সোখোনের সঙ্গে এক বৈঠকে এই সহায়তা চাওয়া হয়।

বুধবার (৮ জানুয়ারি) থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বুধবার সকালে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল নমপেনে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী প্রাক সোখোনের সঙ্গে বৈঠক করে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে কম্বোডিয়া সরকারের সহায়তা প্রত্যাশা করে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।