ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

চাকরির মেয়াদ বাড়লো রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
চাকরির মেয়াদ বাড়লো রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীনের জয়নাল আবেদীন

ঢাকা: অবসরোত্তর ছুটি স্থগিত করে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে তিন বছরের চুক্তিতে আগের পদেই নিয়োগ দিয়েছে সরকার।

তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নাল আবেদীনকে আগামী ১১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরে তিন বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পৃথক আদেশে জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব নিয়োগ দিয়ে প্রেষণে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে পদায়ন করা হয়।

জয়নাল আবেদীন ২০১৫ সালের ৮ জুন থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের ৮ এপ্রিল তাকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তার (পিআইও) দায়িত্ব দেওয়া হয়।

এর পর গত বছরের ৩০ এপ্রিল জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্বে ফিরিয়ে আনা হয়।

এর আগে ২০১৮ সালের ৫ জুলাই রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে গ্রেড-১ কর্মকর্তার মর্যাদা দেওয়া হয়। ওই সময় সেই পদ মর্যাদাতেই তাকে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে পদায়ন করা হয়েছিলো।

১৯৮৪ সালের বিসিএস ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নাল আবেদীন এর আগে অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা এবং জাতীয় সংসদের পরিচালকের (গণসংযোগ) দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।